04 Jun 2025
Subject: ঈদ উল আযহা উপলক্ষে ছুটির ঘোষণা
<p>প্রিয় অভিভাবক/শিক্ষার্থী ,
</p><p>আসন্ন ঈদ উল আযহা ১৪৪৬ হিজরি উপলক্ষে কোয়েস্ট একাডেমির ক্লাস ও সকল কার্যক্রম আগামী ০৫-০৬-২০২৫ হতে ১৩-০৬-২০২৫ পর্যন্ত বন্ধ থাকবে। ১৪-০৬-২০২৫ শনিবার হতে যথারীতি ক্লাস ও অন্যান্য সকল কার্যক্রম চলমান থাকবে।
সকল শিক্ষক ও শিক্ষার্থীকে নিজ নিজ রুটিন অনুযায়ী যথাসময়ে ক্লাসে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হলো। সকলকে কোয়েস্ট একাডেমির পক্ষ থেকে ঈদ এর শুভেচ্ছা ও শুভকামনা, ঈদ মুবারক!
</p><p>
নির্দেশক্রমে,
কোয়েস্ট একাডেমি কর্তৃপক্ষ</p>